দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার নওয়াজ ও মেয়ে মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুলাই ২০১৮, ০৯:১৫ | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৮, ২৩:২২

অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় দণ্ড মাথায় নিয়ে লন্ডন থেকে পাকিস্তানে ফিরেই গ্রেপ্তার হলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার কন্যা মরিয়ম নওয়াজ। শুক্রবার রাতে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবেলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে নেয়া হয়েছে। খবর দ্যা ডন।

পাক গণমাধ্যম ডন এর খবর অনুযায়ী, আবুধাবি থেকে একটি প্রাইভেট বিমানে নওয়াজ এবং মরিয়ম লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেন স্থানীয় সময় রাত ৮.৪৫ মিনিটে৷ বিমানটি ল্যান্ড করার সাথে সাথে একদল সিকিউরিটি বিমানে প্রবেশ করে সবাইকে নামিয়ে দেয়। পরে নওয়াজ ও তার মেয়ে মরিয়মের পাসপোর্ট জব্দ করে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সদস্যরা। রাত সাড়ে নয়টার দিকে তাদের দুজনকে ইসলামাবাদের উদ্দেশে একটি বিমানে ওঠানো হয়। সেখানে এনএবির হেফাজত থেকে তাদের আদিয়ালা জেলে নেয়া হতে পারে৷

দুর্নীতি মামলায় গত শুক্রবার নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। নওয়াজের সঙ্গে তার মেয়ে মরিয়মকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রাক্তণ এই প্রধানমন্ত্রীর শ্যালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফদারকে এক বছরের কারদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নওয়াজকে ৮০ লাখ এবং মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত৷

অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় এক বছরের কারাদণ্ড পাওয়া নওয়াজের জামাতা সফদার আওয়ানকে এরই মধ্যে রাওয়ালপিন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আদালতের নির্দেশের পর নওয়াজ এক বার্তায় বলেন, ‘জেলকে আমি ভয় পাই না৷ আমি স্বাধীন পাকিস্তানের নাগরিক৷ আমার ভাগ্য কয়েকজন সেনা আধিকারিক ঠিক করবে না।’

তবে জনগণের কথা ভেবেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির এই সাবেক প্রধানমন্ত্রী।

দেশে ফেরার পথে বিমান থেকেই এক ভিডিও বার্তায় নওয়াজ বলেন, ‘দেশে কঠিন সময় চলছে৷ আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি করেছি৷ আমার দশ বছরের শাস্তি হয়েছে এবং আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হবে৷ কিন্তু আমি চাই পাক নাগরিকরা এটা জানুক যে, আমি এসব তাদের জন্যই করছি।’

স্ত্রী বেগম কুলসুম নওয়াজের চিকিৎসার জন্য গত ১৪ জুন সপরিবারে লন্ডন যান নওয়াজ শরিফ। অ্যাভেনফিল্ড এলাকার একটি বাড়িতে বসেই মেয়ে মরিয়ম আর প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক ধরের সঙ্গে বসে মামলার রায় ঘোষণা শোনেন তিনি।

ঢাকাটাইমস/১৩জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :