মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৩০

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ১৪:০৩

মৌলভীবাজারে পতিত জায়গা দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। উভয়পক্ষের সংঘর্ষে আরও ৩০ জন আহত হয়েছেন।

নিহত দুইজন হলেন, লামুয়া গ্রামের ওয়ারিছ মিয়ার ছেলে আব্দুল মালিক (৫০) ও কম্মদপুর গ্রামের মুরাদ মিয়ার ছেলে শফিকুর রহমান (২০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৮জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কম্মদপুর গ্রামের বড়হাওরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কম্মদপুর গ্রামের তোতা মিয়া পক্ষ ও ফকির বাড়ির পক্ষের মধ্যে পতিত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার সকালে লেবাস মিয়া ও মনর মিয়ার মধ্যে বাকবিতণ্ডা বাধে।

একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাঠির আঘাতে আব্দুল মালিক মিয়া এবং চাকুর আঘাতে শফিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।

এবিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ৪জনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :