অলির ওপর হামলার জবাব আন্দোলনে: দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ১৪:২৬
ফাইল ছবি

২০ দলের শরিক এলডিপি চেয়ারম্যান অলি আহমদের ওপর কুমিল্লায় পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এমন অভিযোগ করে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

দুদু বলেন, ‘এই সরকার গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করছে। তারা গায়ের জোরে গুন্ডামি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে। আমরা এই গুন্ডামির জবাব দেব আগামী দিনে গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা আগামী দিনে অলি আহমেদের ওপর আক্রমনের জবাব দেব ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) আয়োজিত পার্টির চেয়ারম্যান ২০ দলীয় জোটের নেতা কর্নেল (অব.) অলি আহমদকে ‘হত্যার উদ্দেশ্যে’ হামলার প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচনকে বিপদগামী ও বিতর্কিত করার করার জন্য অবৈধ সরকার গুন্ডামির আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘খুব সন্নিকটে জাতীয় নির্বাচন। আগামী পাঁচ ছয় মাসের মধ্যে এই নির্বাচন হবে। যার কারণে এই অবৈধ সরকার ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচনকে বিপদগামী ও বিতর্কিত করার করার জন্যে এবং ২০ দলীয় জোটের ক্ষমতায় যাওয়ার পথকে রোধ করার জন্য গুণ্ডামির আশ্রয় নিয়েছে।’

দুদু বলেন, ‘আমরা পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের মধ্য দিয়ে মীমাংসা করেছি, আমাদের ক্ষমতাকে তারা রোধ করতে চেয়েছিল। আজকেও যারা (সরকার) গুণ্ডামি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে তার মীমাংসাও আমরা করবো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি হয়তো এটা বুঝতে পেরেছেন, যদি স্বাভাবিক গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় সেই নির্বাচনে আপনার নৌকার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আপনি তাড়াহুড়া করে নির্বাচনের ব্যবস্থা করবেন, আমরা চেয়ে চেয়ে দেখবো এটা যদি ভেবে থাকেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন।’

‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে শেখ হাসিনার ১০ বছরের যে অপশাসন, ব্যাংক, শেয়ারবাজারে লুটপাট, মানুষকে গুম, হত্যা, নিখোঁজ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই দেশে তারা আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। যার কারণে তারা বারবার নির্বাচনকে কলুষিত করতে চাচ্ছে। গুণ্ডামির ক্ষেত্র বানাতে চাচ্ছে।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারান্তরীণ করে রাখা হয়েছে দাবি করে দলটির এই ভাইস-চেয়ারম্যান বলেন, 'একেবারে মিথ্যা মামলা, যে মামলার কোনো ধরনের ভিত্তি নেই, এটা কল্পনাও করা যায় না। বাংলাদেশের যতগুলো নির্বাচনে তিনি জীবনে অংশগ্রহণ করেছেন কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি। তিনিই একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের একটি প্রতীকে রূপান্তরিত হয়েছেন। সেই ব্যক্তিকে তথাকথিত বিচারের নামে ভণ্ডামি করে কারাগারে রাখা হয়েছে। হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে তাকে আটকে রাখা হয়েছে।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘এই সরকার শুধু গণতন্ত্র না এদেশের বিচারব্যবস্থা, প্রশাসনকে ধ্বংস করেছে। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি রক্ষা করতে হয়, পুনঃপ্রতিষ্ঠা করতে হয় এই অবৈধ সরকারের অপসারণ ছাড়া সেটা কখনও সম্ভব না। তাই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আবারও গণঅভ্যুত্থান ঘটাতে হবে। যেমনিভাবে ঘটানো হয়েছিল উনসত্তর ও নব্বইয়ে।’

এলডিপির মহাসচিব মহাসচি ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :