ভোটের বাকি আড়াই মাস, প্রস্তুতি নিন: নেতাকর্মীদের মওদুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৫:২২ | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ১৫:২১

জাতীয় নির্বাচনের আর মাত্র আড়াই মাস বাকি জানিয়ে নেতাকর্মীদের নির্বাচনের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিতে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ একাডেমী আয়োজিত বিএনপির চেযারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতিবাদ সভায় তিনি এই প্রস্তুতির কথা বলেন।

মওদুদ বলেন, ‘আমরা এবার ২০১৪ সালোর মতো নির্বাচন করতে দেব না। বিনা চ্যালেঞ্জে নির্বাচন করতে পারবে না এবার। অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। ভারতসহ সারা বিশ্বের বন্ধু রাষ্ট্রগুলো বলছে, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আর বিএনপি ছাড়া কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।’

‘বিএনপি নির্বাচনে যাবে। কিন্তু সুষ্ঠু নির্বাচন হতে হবে৷ আর সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু শর্ত আছে। তা হলো বেগম খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনা মোতায়েন করতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই কমিশন একটি অথর্ব ও দলীয় কমিশন। এরা সরকারের হয়ে কাজ করে।’

বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেয়ার চিন্তা করতে পারে না বলেও মনে করেন দলটির এই শীর্ষ নেতা। তিনি বলেন, আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে যে, তাকে ছাড়া নির্বাচনে অংশ নিতে পারবো কি পারবো না।

মওদুদ বলেন, ‘সামনের আড়াই মাসে আমরা সরকারি দল বাদ দিয়ে জাতীয় পর্যায়ে সব রাজনৈতিক দল, শ্রেণি, পেশাজীবী নিয়ে একটি ঐক্যের চেষ্টা করছি। কারণ আমরা মনে করি একটি ফ্যাসিবাদী সরকারকে নিয়মতান্ত্রিকভাবে উৎখাত করা যায় না। সুতরাং মাঠে নামতে হবে। মাঠে নামার প্রস্তুতি নিতে হবে।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘১০ বছর যে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করলো এর প্রতিবাদ হওয়া দরকার৷ এই অপশাসন, কুশাসনের প্রতিবাদ জানানোর সময় এসে গেছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. আজম খান।

(ঢাকাটাইমস/১৪জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

নৈরাজ্য চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য: নুর

দেশের অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :