পাকুন্দিয়ায় চারটি তক্ষক উদ্ধার

প্রকাশ | ১৪ জুলাই ২০১৮, ১৮:০১

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি এলাকা থেকে চারটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তারাকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ তক্ষকগুলো উদ্ধার করা হয়। শনিবার বন বিভাগের কাছে তক্ষকগুলো হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে তারাকান্দি এলাকায় অভিযান চালায়। সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে দুটি কাঠের বক্সে চারটি তক্ষক পাওয়া যায়। বিষয়টি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মালেক খসরু খানকে মোবাইল ফোনে জানালে তিনি ঘটনাস্থলে যান। পরে তক্ষকগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মালেক খসরু খান জানান, যাচাই-বাছাই করে জানা যায় এগুলো তক্ষক নয়, সরীসৃপ জাতীয় প্রাণি। বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে তক্ষকগুলো হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/ওআর)