ভোলায় বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উদযাপন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ১৮:২৭

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে ভোলায় সনাতন ধর্মাবলম্বীরাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে শহরের বিভিন্ন মন্দির থেকে রথ টেনে এ উৎসব শুরু হয়। রথ দেখতে ও প্রসাদ পেতে হাজারো পুণ্যার্থীর ঢল নামে।

মদন মোহন মন্দিরের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

এ সময় পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে বলেন, প্রতি বছরের মত এ বছরও শহরের মদনমোহন, লক্ষীগোবিন্দ, কালীখোলা, বাপ্তা কালীমাতা ও রাধা গোবিন্দ মন্দির থেকে একযোগে রথযাত্রা বের হয়।

এছাড়াও জেলার সাত উপজেলার কেন্দ্রীয় মন্দিরসহ প্রায় ৫০টি মন্দির থেকে রথযাত্রা বের হয়। এতে হাজারো ভক্ত অংশগ্রহণ করে।

রথযাত্রা উৎসবে অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়।

রথযাত্রা শেষে মন্দির থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :