গ্রামে গরিব লোক পাওয়া যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ১৯:৩৭

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে কোনো মানুষ ক্ষুধার্ত ও গৃহহীন নেই। এমনকি দেশে তেমন ফকির দেখা যায় না। গ্রামে গেলে গরিব লোক পাওয়া যাবে না। সব কিন্তু আলাদিনের চেরাগের মাধ্যমে আসেনি।’

শনিবার দুপুরে ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০১৮ আলোচনা অনুষ্ঠান ও শিশুদের ক্যাপসুল খাওয়ানো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলতে পারি আমাদের দেশে কোনো লোক এখন আর ক্ষুধার্ত নেই। কোনো লোক গৃহহীন, শিক্ষা বা স্বাস্থ্য সেবার বাইরে নেই। এসব শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চান দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে মানুষের সেবার করার সুযোগ দিক।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জাপান ও কোরিয়া তাদের আয়ের সব চেয়ে বেশি ব্যয় করে শিশুদের পেছনে। আমরাও চাই আমাদের শিশুদের সুন্দরভাবে গড়ে তুলতে। সেটা শারীরিকভাবে বা মানসিকভাবে; কারণ তারা জাতির ভবিষ্যৎ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার। আর সেই সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ দরকার। সোনার মানুষ করা হবে? যারা দেশের জন্য কাজ করতে পারবে। যারা শারীরিক মানুসিকভাবে সুস্থ, যারা শিক্ষিত হবে এবং যারা দেশকে ভালোবাসবে। আমরা এই প্রজন্ম থেকে শুরু করে আগামী প্রজন্মের কথা চিন্তা করে ভিটামিন ‘এ’ টিকার ক্যাম্পেইন ঠিক করে থাকি। আমরা মনে করি এই ক্যাম্পেইন বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন। এতো বড় ক্যাম্পেইন বিশ্বের কোথাও হয়ে থাকে না। যেখানে আড়াই কোটি শিশুকে একবারে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যেখানে লোকের চলাচল আছে, ক্লিনিক-হাসপাতাল এবং রেলওয়ে ও বাসস্টেশনে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আয়োজন করা হয়েছে। যাতে কেউ বাদ না পড়ে। একদম মফস্বল এলাকায় যারা থাকেন তারা দেখা গেল এই ক্যাম্পেইনে আসতে পারে না; তাদের জন্য আগামী চার দিন পর্যন্ত এই ব্যবস্থা থাকবে। পরিবারের সদস্যরা অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে ভুলবেন না। এই ক্যাপসুল খুবই জরুরি।’

বাংলাদেশে এখন আর কেউ অপুষ্টিতে ভোগে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে পুষ্টিহীনতায় ভোগে এমন লোকের সংখ্যা কমে গেছে। যাও আছে তা ১০-১৫% এর বেশি না। পুষ্টির ক্ষেত্রে ক্যালরি গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারত বা পাকিস্তানের থেকে ভালো অবস্থানে। শহর গ্রামের মধ্যে আমাদের ক্যালরি গ্রহণে কোনো পার্থক্য নেই। এসবের কারণ এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা কিন্তু আলাদিনের চেরাগের মাধ্যমে আসেনি। এটার জন্য অনেক কাজ করতে হয়েছে। কৃষক সার পেয়েছে, বীজ পেয়েছে, সেচ পেয়েছে। আমরা এখন খাদ্য বহিঃবিশ্বে রপ্তানি করি। এমনকি নেপালে ভূমিকম্পের পর আমরা এক লাখ টন খাবার দিয়েছিলাম স্বাস্থ্যসেবার পাশাপাশি। বিশ্বের বিভিন্ন জায়গায় তা দিয়ে থাকি। দেশের লোক কেউ না খেয়ে থাকে না। দেশের লোক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গ্রামে গেলেও কোনো গরিব লোক পাওয়া যাবে না যে না খেয়ে আছে। এমনকি দেশে তেমন ফকির দেখা যায় না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গত পরশু সংসদে আলোচনা হচ্ছিল ভিজিএফ কার্ডের জন্য বাগেরহাটের একটি উপজেলায় ভিজিএফের চাল পাঠানো হয়েছিল। সেখানকার সরকারী কর্মকর্তা বলে দিছেন এখানে ভিজিএফের চাল গ্রহণ করার কেউ নেই, চাল ফেরত নিয়ে যাওয়া হোক। তার মানে সেখানে আর কেউ দানের চাল নিতে চায় না, প্রত্যেকের বাড়িতে চাল আছে। এটা আমাদের জন্য বিরাট অর্জন। এক সময় আমাদের খাদ্যের জন্য লাখ লাখ টন ঘাটতি ছিল।’

জাহিদ মালেক বলেন, ‘দেশের শিশু মৃত্যুর হার এখন ২৫ শতাংশ, সেটা নামিয়ে ১২ তে আনতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, শিশু বিবাহের মাধ্যমে একটি শিশু আরেকটি শিশুর জন্য দেয়। সেটা কমিয়ে আনতে হবে বা একেবারে বন্ধ করে দিতে হবে। যাতে কেউ বাল্যবিবাহ দিতে না পারে।’

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

কেমন হবে নির্বাচনি ক্যাম্প জানাল ইসি

নাগরিক জীবনে সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার

আসন্ন বাজেটে তামাক পণ্যের দাম বৃদ্ধির দাবি

উপজেলা নির্বাচন: প্রচার-প্রচারণায় যানবাহন ব্যবহারে মানতে হবে যেসব বিধিনিষেধ

উপজেলা নির্বাচন: ভোটার স্লিপে মানতে হবে যে নির্দেশনা

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধ করে আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

এই বিভাগের সব খবর

শিরোনাম :