আমার সমালোচনা না করে উন্নয়ন তুলে ধরুন: বদি

নিজস্ব প্রতিবেদক, উখিয়া (কক্সবাজার)
| আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২১:০২ | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ২০:৩৭

কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, ‘নিজের দলের এমপির সমালোচনা না করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত নয় বছরে যে উন্নয়ন করেছেন তার প্রচার করুন। উখিয়া-টেকনাফের প্রতিটি ঘরে ঘরে গিয়ে উন্নয়নের কথা বলুন। তাহলেই আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলেই উখিয়া-টেকনাফে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত থাকবে।’

মঙ্গলবার বিকালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে উখিয়া উপজেলা যুবলীগ আয়োজিত সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

এমপি বদি বলেন, ‘যারা আমার সমালোচনা করছেন তাদের বলতে চাই মনোনয়ন দেবেন জননেত্রী শেখ হাসিনা। জনগণ দেবে ভোট। আমি মনোনয়ন চাইব জননেত্রী শেখ হাসিনার কাছে আর ভোট চাইব উখিয়া-টেকনাফবাসীর কাছে। উখিয়া-টেকনাফের জনগণ দুইবার আমাকে এমপি বানিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। এজন্য তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।’ আগামীতে নৌকা প্রতীক পেলে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

চ্যালেঞ্জ জানিয়ে বদি বলেন, ‘উখিয়া-টেকনাফে গত নয় বছরে যে উন্নয়ন করেছি তা স্বাধীনতার পরে কোনো এমপি করেননি। মাননীয় প্রধানমন্ত্রী উখিয়া-টেকনাফকে আলাদা চোখে দেখেন। তাই জননেত্রী শেখ হাসিনা এই দুই উপজেলায় হাজার কোটি টাকার উন্নয়ন করেছে সেই সাথে আরও অনেক উন্নয়ন প্রকল্প চলমান আছে।’

সাংসদ বলেন, ‘বিএনপি-জামায়াত ও কিছু মিডিয়া আমাকে ইয়াবা গডফাদার বানিয়েছে। আমি পবিত্র সংসদে চ্যালেঞ্জ জানিয়ে বলেছি, কেউ যদি আমার ইয়াবা সম্পৃক্ততা প্রমাণ করতে পারে এমপির পদ ছেড়ে দিয়ে জনতার কাতারে চলে আসবো।’

বদি বলেন, ‘আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় উন্নয়নের বিজয়, নৌকার বিজয় স্বাধীনতার সপক্ষের শক্তির বিজয়।’

উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদের সভাপতিত্বে ও ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

আরও বক্তব্য দেন সংবর্ধিত অতিথি জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর কবির চৌধুরী চেয়ারম্যান, ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।

(ঢাকাটাইমস/১৪জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :