হায়াৎ মামুদের ৮০তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৮, ২১:৫১

সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কথামালার মধ্যদিয়ে বরেণ্য সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদের ৮০তম জন্মদিন পালিত হয়েছে।

প্রকাশনা সংস্থা পুঁথিনিলয় শনিবার বিকালে বাংলা একাডেমি’র আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন, ড. হায়াৎ মামুদ স্বারক গ্রন্থের সম্পাদক সরকার আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে হায়াৎ মামুদের ওপর তথ্যচিত্র প্রদর্শন ছাড়াও তার অনুভূতি প্রকাশ এবং স্বারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সাংস্কৃতিক পর্বে সুরতীর্থ ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে দলীয় সঙ্গীত, আর স্পন্দন পরিবেশন করে দলীয় নৃত্য। একক সংগীত পরিবেশন করেন লাইসা আহমেদ লিসা এবং একক আবৃত্তি করেন হাসান আরিফ ও নায়লা তারান্নুম চৌধুরী কাকলি।

(ঢাকাটাইমস/১৪জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :