মেঘনায় সেলফি তুলতে গিয়ে নটরডেমের দুই শিক্ষার্থী নিখোঁজ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ০০:১৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে রাজধানীর নটরডেম কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

শনিবার বিকালে আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুর সংলগ্ন মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- সানজিদা বিনতে তানভির প্রাপ্তি ও ইসরাক ওরফে মেহরাব। তারা কোন বিভাগে ও বর্ষে পড়েন তা জানা যায়নি। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের উদ্ধারে কাজ করেছে।

আশুগঞ্জের ইউএনও মৌসুমী ঢাকাটাইসমকে, বিকালে নটরডেম কলেজের সাত শিক্ষার্থী ভৈরব আসেন। ভৈরব থেকে একটি নৌকা ভাড়া করে তারা আশুগঞ্জের চর সোনারামপুর চরে বেড়াতে যান।

সেখানে তারা সেলফি তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে সানজিদা ও ইসরাক পানিতে তলিয়ে যান বলে তিনি জানান।

খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারে সহায়তার জন্য ময়মনসিংহ থেকেও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :