তিন উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৮, ০৪:৩৪ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ০১:৫৩

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩৩৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে বাংলাদেশ। তামিম ইকবাল শূন্য রান করে, লিটন দাস ৩৩ রান করে ও মুমিনুল হক ১৫ রান করে সাজঘরে ফিরেছ্নে। তিন রান করে অপরাজিত আছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জ্যাসন হোল্ডার ১টি, কিমো পল ১টি ও রস্টন চেজ ১টি করে উইকেট শিকার করেছেন।

জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে আজ। শনিবার সাকিব-মিরাজদের ঘূর্ণি জাদুতে ১২৯ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংস শেষে ক্যারিবীয়রা ২০৫ রানের লিডে ছিল। তাই জয়ের জন্য টাইগারদের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৩৩৫ রান।

আজ দুর্দান্ত বল করেছে বাংলাদেশ। শুক্রবার শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে এক উইকেটে ১৯ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল। আজ সকালে আবার তারা ব্যাটিংয়ে নামে। কিন্তু টাইগারদের প্রতাপ ছড়ানো বোলিংয়ে অল্প রানেই গুটিয়ে যায় তারা।

টাইগার অধিনায়ক সাকিব আল হাসান একাই ছয়টি উইকেট শিকার করেছেন। ১৭ ওভার বল করে ৩৩ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন তিনি। টেস্টে ১৮ বারের মতো এক ইনিংসে পাঁচটি বা তার বেশি উইকেট শিকার করেলেন সাকিব আল হাসান। বাকি চার উইকেটের মধ্যে মেহেদী হাসান মিরাজ দুইটি, তাইজুল ইসলাম দুইটি ও আবু জায়েদ রাহি একটি করে উইকেট শিকার করেছেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান করেছেন রস্টন চেজ।

কিংস্টনের স্যাবাইনা পার্কে গত বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে তারা ৩৫৪ রান সংগ্রহ করে অলআউট হয়। পরে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ১৪৯ রানে অলআউট হয়ে যায়।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :