মেঘনায় ভেসে উঠল নটরডেম ছাত্রীর লাশ, আরেকজন নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১২:৪৪ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১১:৪৭
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র।

শনিবার বিকালে উপজেলার চরসোনারামপুর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন নটরডম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজিদা বিনতে তানভির ও ইসরাক ওরফে মেহরাব। তারা দুজনেই কম্পিউটার সাইন্সের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে রাজধানীর নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ভৈরবে আসেন। এর মধ্যে পাঁচজন ছেলে ও দুইজন মেয়ে শিক্ষার্থী। ভৈরব থেকে তারা একটি নৌকা ভাড়া করে আশুগঞ্জের চর সোনারামপুর চরে বেড়াতে যান। সেখানে তারা গোসল করতে নামেন। এসময় সানজিদা ও মেহরাব পানিতে তলিয়ে যান।

আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, ঢাকা ও ময়মনসিংহ থেকে দমকল বাহিনীর ইউনিট ও নৌবাহিনীর টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। রবিবার বেলা ১১টায় ভৈরব রেল ব্রিজের পাশে সানজিদার লাশ ভেসে উঠে। তার বাবা-মা এসে লাশ শনাক্ত করেছেন।

আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, নিখোঁজ মেহরাবের সন্ধান এখনও পাওয়া যায়নি। ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :