গ্রিজম্যানকে নিয়ে সবচেয়ে বেশি ভয় ক্রোয়েশিয়ার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১১:৫৮

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ফ্রান্সের তিনটি গোলের নেপথ্যেই ছিল গ্রিজম্যানের অবদান। উরুগুয়ের বিরুদ্ধে তাঁর ফ্রিকিক থেকে রাফায়েল ভারানের গোল। পরেরটা অবশ্য ফার্নান্দো মুসলেরার অবদান। শেষ চারে বেলজিয়ামের বিরুদ্ধে স্যামুয়েল উমতিতির গোলও গ্রিজম্যানেরই কর্নার থেকে। রবিবার ফাইনালে ক্রোয়েশিয়ার ও বিশ্বকাপের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন গ্রিজম্যানই। যিনি পার্থক্য পড়ে দিতে পারেন ম্যাচে।

ফ্রান্স সমর্থকদের তিনিই ভরসা দিচ্ছেন। উল্টোদিকে, মডরিচমন্ত্র জপলেও ক্রোটদের সবচেয়ে বেশি ভয় গ্রিজম্যানকেই। একজন ফরাসী সমর্খকের কথা, ‘গ্রিজম্যান রয়েছে বলেই আমরা ফেভারিট। দেখে নেবেন, ওর ভাগ্যেই গোল্ডেন বল নাচছে।’

ক্রোয়েশিয়ার কোচ ডালিচও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ২৭ বছর বয়সি গ্রিজম্যানকে।খেলোয়াড়দের বক্সের আশেপাশে ফাউল না করার পরামর্শই দিয়ে রেখেছেন কোচ। রবিবার গ্রিজম্যানকে রোখার জন্য প্রথম স্তরে থাকবেন র‌্যাকিটিচ-ব্রোজোভিচরা। তার পরে তো চার ডিফেন্ডার রয়েইছেন। কিলিয়ান এমবাপের গতি, পোগবা-কান্তের দুরন্ত ওয়ার্কলোড, রক্ষণে ভারানে-উমতিতির বোঝাপড়া অবশ্যই ফরাসি সম্পদ। তা সত্ত্বেও ডালিচের নোটবুকে বিশেষ জায়গা গ্রিজম্যানের। সিঙ্গল স্ট্রাইকার হিসেবে ব্যবহৃত অলিভার জিরু একেবারেই ছন্দে নেই। বলের জোগান পেলেও লক্ষ্যভেদে বারবার ব্যর্থ তিনি। কিন্তু তাঁর উপর যথেষ্ট ভরসা রয়েছে গ্রিজম্যানের।

আদর্শ টিমম্যান। ব্যক্তিগত সাফল্যের থেকে তাঁর কাছে অনেক বেশি গুরুত্ব পায় দলের জয়। তাই তো গ্রিজম্যান বলতে পারেন, ‘ব্যালন ডি’ওর চাই না। লক্ষ্য একটাই, বিশ্বকাপ।’

ঢাকাটাইমস/১৫জুলাই/ডিএইচ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :