যেখানে দুই দলেরই একই চাওয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১২:২৪

নকআউট পর্বে টানা তিনটি ম্যাচ অতিরিক্ত সময়ে জিতে ক্রোয়েশিয়ান ফুটবলাররা তাঁদের দুরন্ত ফাইটিং স্পিরিটের প্রমাণ দিয়েছে। তাদের স্ট্যামিনায় মুগ্ধ গোটা দুনিয়া। তাই অতিরিক্ত সময়ে ম্যাচ নিয়ে যেতে চান না ফরাসি কোচ দেশম। খেলা শেষ করতে চান ৯০ মিনিটে। একই চাওয়া ক্রোয়েশিয়ারও। তারা টানা তিনটা ম্যাচ ১২০ মিনিটে খেলে কিছুটা ক্লান্ত। তাই ৯০ মিনিটে খেলা শেষ করতে চান ক্রোয়েশিয়ান কোচও। কিন্তু সাম্প্রতিক আসরগুলোর ফাইনাল খুব কমই শেষ হতে পেরেছে নির্ধারীত সময়ে।

গত ৬০ বছরে প্রতি ২০ বছর অন্তর নতুন কোনও দেশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৫৮ সালে ব্রাজিল, ১৯৭৮ সালে আর্জেন্টিনা এবং ১৯৯৮ সালে ফ্রান্স প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। এবার কি ক্রোয়েশিয়ার পালা? তবে দু’দলের শক্তির তুলনামূলক বিচারে ফ্রান্স অবশ্যই ক্রোয়েশিয়ার তুলনায় সামান্য হলেও এগিয়ে রয়েছে।

২০০৬ সালে বার্লিনের ওলিম্পিক স্টেডিয়ামে ইতালির কাছে টাইব্রেকারে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ফ্রান্স। তাই কোচ দিদিয়ের দেশম কোনওভাবেই চান না ম্যাচ টাইব্রেকারে গড়াক। নির্ধারিত ৯০ মিনিটেই ম্যাচের ফয়সালা চান তিনি।

তাঁর মনে আছে, দু’বছর আগে নিজেদের দেশের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে এডারের গোলে পর্তুগালের কাছে ফ্রান্সের হারের তিক্ত স্মৃতিও। যদিও ক্রোয়েশিয়া দলটির মাঝমাঠের দুই চালক লুকা মডরিচ ও ইভান র‌্যাকেটিচ নকআউট পর্বে টানা ৩টি ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত খেলে অবশ্যই কিছুটা ক্লান্ত থাকতে পারেন।

শেষবার বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত ৯০ মিনিটে শেষ হয়েছিল ২০০২ সালে জাপানের ইয়োকোহামায়। সেইবার কাফুর নেতৃত্বে ব্রাজিল জিতেছিল পঞ্চম বিশ্বকাপ। নির্ধারিত ৯০ মিনিটে শেষবার ‘জার্মানি- ২০০৬’ বিশ্বকাপে বার্লিনের ওলিম্পিক স্টেডিয়ামে গোল করেছিলেন ইতালির মার্কো মাতেরাজ্জিকে। ২০১০ ও ২০১৪, গত দুটি বিশ্বকাপের ফাইনালই অতিরিক্ত সময় পর্যন্ত গড়িয়েছিল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপ ফাইনালে জোহানেসবার্গে হল্যান্ডের বিরুদ্ধে স্পেন ম্যাচের ১১৬ মিনিটে আন্দ্রে ইনিয়েস্তার একমাত্র গোলে জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। আর গত বিশ্বকাপের ফাইনালে মারাকানা স্টেডিয়ামে জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছিল ১১৩ মিনিটে করা মারিও গোৎসের গোল।

ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ালে ক্রোয়েশিয়ানদের দম ও সহনশীলতায় টান পড়তেও পারে। তাই তাদেরও লক্ষ্য থাকবে নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ করা।

ঢাকাটাইমস/১৫জুলাই/ডিএইচ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :