চাঁদপুরে রথযাত্রায় যুবক নিহত, আহত ২০

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৩:৩০

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশির নন্দি (৩৩) নামে এক সদ্য বিবাহিত যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ২০জন।

ঘটনাটি ঘটেছে, শনিবার শেষ বিকালে মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।

নিহত শিশির নন্দি মতলব দক্ষিণ উপজেলার নায়েগাঁও গ্রামের হারাধন মাস্টারের ছেলে এবং বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

হাসপাতাল ও এলাকাবাসী জানায়, শনিবার যুবকরা রথ নিয়ে শোভাযাত্রা করার সময় স্টিলের তৈরি রথমন্দিরের উপরে থাকা নিশানা বিদ্যুতের তারের লাগে। এতে রথের মন্দির ধরে রাখা অসংখ্য ভক্তরা আশপাশে ছিটকে পড়লে ঘটনাস্থলে কমপক্ষে ২০-২৫ যুবক ও কিশোর গুরুতর আহত হয়।

আহত শিশির নন্দি (৩৩), সুখরঞ্জন (৪৫), নিমাই (২৮), সুজন সরকার (১৮), পরিমল (৩২), চন্দনসহ (২৫) কমপক্ষে ২০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে শিশির নন্দির অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুরে নিয়ে আসলে রাতে শিশির নন্দি মারা যান।

(ঢাকাটাইমস/১৫জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :