‘রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করবে ভারত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৪:০১

গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের চাপে যে সমস্যার সৃষ্টি হয়ে তার সমাধানে ভারত সহযোগিতা করবে বলে আশ্বাস পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে এই আশ্বাস পান বলে জানান মন্ত্রী।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা হচ্ছে। আমরা বলেছি রোহিঙ্গারা আমাদের জন্য প্রবলেম হয়ে আছে। আমরা যে উদারতা দেখিয়েছি এটাকে প্রধানমন্ত্রী এপ্রিসিয়েট করেছেন। তারাও বলছেন সঙ্গে থাকবেন, এটা সমাধান করার জন্য। তারা আরও সহযোগিতা করবেন।’

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাউদ্বাস্তু যারা এসেছে, তাদের পুনর্বাসন কীভাবে করা যায় সে বিষয়ে ভারত সহযোগিতা করবে। মিয়ানমারের ব্যাপারে তারা বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তারা সহযোগিতার হাত বাড়াবেন।’

এর আগে ঢাকায় সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। দুই দেশের সীমান্ত, রোহিঙ্গা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সীমান্তে কোনো সমস্যা নেই বলে জানান ভারতীয় মন্ত্রী।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :