অপো আনলো শক্তিশালী ব্যাটারির ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৪:৪৭

শক্তিশালী ব্যাটারির নতুন ফোন আনলো চীনের অপো। এটি ফুল ভিউ ডিসপ্লের ফোন। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। সম্প্রতি ভারতের বাজারে ফোনটি অবমুক্ত করা হয়েছে। দেশটির বাজারে ফোনটির দাম ১০ হাজার ৯৯০ রুপি।

ফোনটিতে রয়েছে ৬.২ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের উপরিভাগে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস।

ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। এটি ২ জিবি র‌্যামের ফোন। স্টোরেজ ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি বাড়ানো যাবে।

ফোনটি অ্যানড্রয়েড ৮.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে অপোর নিজস্ব ইউজার ইন্টারফেস কালার ওস ৫.১।

অপো এ থ্রি এস ফোনে ছবি তোলার জন্য রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি ১৩ ও একটি ২ মেগাপিক্সেলের সেন্সর। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

ফোনটির প্রধান আকর্ষণ এতে ৪২৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

কানেকটিভিটির জন্য আছে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা