গায়ককে জড়িয়ে ধরায় সৌদি নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৫:১১

সৌদি আরবে একটি গানের অনুষ্ঠান চলার সময় এক নারী মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে এক সঙ্গীত উৎসেব মাজিদ আল-মোহান্দিস নামে একজন খ্যাতিমান গায়ক গান গাইছিলেন। হঠাৎ করেই কালো পোশাক ও নিকাব-পরা এক নারী দৌড়ে এসে মঞ্চে উঠে পড়েন এবং আল-মোহান্দিসকে জড়িয়ে ধরেন।

এর মধ্যেই ছুটে আসেন কয়েকজন নিরাপত্তা রক্ষী। তারা ওই নারীকে টেনে ছাড়িয়ে নেন এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। পুলিশ বলছে, মহিলাটিকে একটি হাজতে নিয়ে যাওয়া হয়েছে।

অনলাইনে এ ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে দেখা যায় ওই নারী গায়ককে জাপটে ধরেছেন এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছেন।

সৌদি আরবে নারীদের পারিবারিক সম্পর্ক নেই এমন পুরুষদের সাথে প্রকাশ্যে মেলামেশা করা নিষেধ। এ ছাড়া মদ্যপান, পোশাক, এবং নারী-পুরুষকে আলাদা রাখার ব্যাপারে কড়া আইন রয়েছে।

গায়ক মাজিদ আল-মোহান্দিসকে জড়িয়ে ধরা নারীটির নাম জানা যায়নি। তিনি কালো আবায়া এবং মুখ-ঢাকা নিকাব পরা ছিলেন।

পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে যে ওই মহিলার বিরুদ্ধে হয়রানির মামলা আনার কথা বিবেচনা করছেন একজন পাবলিক প্রসিকিউটর।

আল-মোহান্দিস এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে এ ঘটনার জন্য গানের অনুষ্ঠান বন্ধ হয়নি। আল-মোহান্দিস এর পরেও গান করেছেন। মাজিদ আল-মোহান্দিসের জন্ম ইরাকে হলেও তার সৌদি নাগরিকত্ব রয়েছে।

সৌদি নারীদের প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেবার ব্যাপারে অনেক দিন ধরেই যে নিষেধাজ্ঞা ছিল- তা গত বছর শিথিল করা হয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেদেশে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন -যার অধীনে নারীদের গাড়ি চালানো, ফুটবল খেলা দেখা এবং গায়িকাদের অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়েছে। তবে মেয়েদের পোশাকের ব্যাপারে এখনে কড়া আইন রয়েছে। সূত্র: বিবিসি

(ঢাকাটাইমস/১৫জুলাই/একে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :