ঢাকা ছাড়লেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৫:৩৭
ফাইল ছবি

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

রবিবার বিশেষ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকা ছেড়ে যাওয়ার আগে সচিবালয়ে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক করেন রাজনাথ সিং ও আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বিশেষ বিমানে করে ঢাকায় আসেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তাকে স্বাগত জানান। এ সময় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরের আনুষ্ঠানিকতায় শনিবার সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি যমুনা ফিউচার পার্কে ভারতের নতুন ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন।

সেখান থেকে তিনি দুপুরে রাজশাহী হয়ে সারদার পুলিশ একাডেমিতে যান। সেখানে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করেন রাজনাথ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সন্ধ্যায় ঢাকায় ফিরে আসাদুজ্জামান খাঁন কামালের দেওয়া নৈশভোজে যোগ দেন রাজনাথ সিং।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :