ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনারের যোগদান

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৫:৫৪

মাহমুদ হাসান বিভাগীয় কমিশনার হিসেবে রবিবার ময়মনসিংহে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

এদিন সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, বিভাগের জেলা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাহমুদ হাসানকে ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।

গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করলে বুধবার তা প্রকাশ করা হয়।

নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান প্রশাসন ক্যাডারের ১৯৮৯ সালে বিসিএস ৮ম ব্যাচে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দেন। এরপর সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের দেশের সাতটি বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা জি এম সালেহ উদ্দিনকে গত ২৪ জুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :