সিএজি পদে নিয়োগ পেলেন অর্থ সচিব মুসলিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২১:০৫ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৭:৩৭

অর্থসচিব মুসলিম চৌধুরীকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) পদে নিয়োগ দেয়া হয়েছে।

আজ রবিবার সাংবিধানিক এই পদে সেলিম চৌধুরীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

মুসলিম চৌধুরী বর্তমান সিএজি মাসুদ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব পাওয়া মাসুদ আহমেদ গত ২৭ এপ্রিল অবসরে যান।

সিএজি হিসেবে নিয়োগ পাওয়া মুসলিম চৌধুরী প্রধান বিচারপতির কাছে শপথ নেওয়ার পর নতুন কর্মস্থলে যোগে দেবেন।

অর্থসচিব মুসলিম চৌধুরী গত বছরের ৩ অক্টোবর বর্তমান দায়িত্ব পান। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস্ ক্যাডারে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস্, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন।

১৯৫৯ সালে চট্টগ্রামে জন্ম নেয়া মুসলিম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

(ঢাকাটাইমস/১৫জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :