টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও হত্যা

আসামিদের সহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৯:৪৯ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১৯:৪২

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে হয়রানি ও আসামিদের পক্ষে সহযোগিতার অভিযোগ করেন।

রবিবার বেলা ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত শিশুর বাবা মো. মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় মধুপুর থানায় মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গাছাবাড়ী এলাকার মো. আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন ওরফে রানা (২২), মিঠু খানের ছেলে রাশেদ খান ওরফে রাসেল(১৫), শামসুল হকের ছেলে মো. আমজাদ হোসেন (২৮) কে আটক করে জেলা হাজতে প্রেরণ করে। পুলিশ ১০ দিনের রিমান্ড দাবি করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েও বিশেষ কারণে প্রকাশ করছে না।

তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ধর্ষণ ও হত্যাকারীদের জন্য আটককৃতরাই দায়ী। মধুপুর থানা পুলিশ আসামিদের পক্ষে মোটা অঙ্কের টাকা উৎকোচ পেয়ে মূল ঘটনা অন্য দিকে ধাবিত করার চেষ্টা করছে। এলাকার কেউ নির্যাতিতদের পক্ষে কথা বললেই পুলিশ তাকে নানাভাবে হয়রানি করছে ও লিজা ধর্ষণ এবং হত্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

তিনি আরো অভিযোগ করেন, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও সংগঠন আন্দোলনের উদ্যোগ নিতে চাইলে পুলিশ সেখানেও অজ্ঞাত কারণে বাধা সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন নিহত লিজার মা রহিমা বেগম, ভাই মো. রনি মিয়া ও বোন জামাতা মো. সুমন মিয়া।

গত ২৫ মে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোসলের উদ্দেশে বের হয় লিজা। তার পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ওই রাত প্রায় ৯টার দিকে বাড়ির পাশে বাঁশ ঝাঁড়ে কলাপাতা মোড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। লিজার নিথর দেহে ক্ষত ও কাপড়-চোপড় ছেঁড়া অবস্থায়ও পাওয়া যায়। তার অবস্থা থেকে ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে ২৬ মে শনিবার নিহত লিজার বাবা বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন।

ঢাকাটাইমস/১৫জুলাই/আরকে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :