গাইবান্ধায় চেয়ারম্যানের বাড়ির চালে ত্রাণের টিন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ২০:২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে চেয়ারম্যানের ঘরের

চাল থেকে সরকারি ত্রাণের ঢেউটিন উদ্ধার করা হয়েছে।

গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ রবিবার বিকেলে বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল করিম ফজলুর বাড়িতে অভিযান চালিয়ে ওই টিন জব্দ করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বন্যাদুর্গত, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারকে সহায়তার জন্য অন্যান্য ইউনিয়নের সাথে বেতকাপায়ও ত্রাণের টিন বরাদ্দ করা হয়। ওই ইউপি চেয়ারম্যান ফজলু মিয়া এলাকার অগ্রাধিকার তালিকাভুক্ত দরিদ্র পরিবারের নাম ও ঠিকানা ব্যবহার করে নিজেই ছয় বান্ডিল ঢেউটিন উত্তোলন করে বাতি নিয়ে রাখেন। গত শনিবার তিনি নিজ বাড়ির ঘরের চালায় টিনগুলো ব্যবহার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা ১৭টি সরকারি টিন চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করতে পেরেছি। তবে চেয়ারম্যানকে তার বাড়ি কিংবা ইউনিয়ন পরিষদে পাইনি।’

জব্দ করা টিনগুলো পুলিশ হেফাজতে থানায় নেয়া হয়েছে এবং এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও।।

(ঢাকাটাইমস/১৫জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :