যে একাদশ নিয়ে মাঠে নামছে ফ্রান্স-ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২১:০০ | প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ২০:২৬

রাশিয়া বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে আজ ফ্রান্সের মুখোমুখি ক্রোয়েশিয়া। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। ফাইনাল ম্যাচ। দুই দলেরই লক্ষ্য শিরোপা জেতার। তাই পুরো শক্তির দল নিয়েই মাঠে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। কোনো দলই আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি। সেমিফাইনালের একাদশই রেখে দিয়েছে উভয় দল।

ফ্রান্স এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে তারা একবার শিরোপা জিতেছে ও একবার রানার আপ হয়েছে। অন্যদিকে, ক্রোয়েশিয়া এবারই প্রথবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে বিশ্বকাপের তাদের সর্বোচ্চ অর্জন ছিল সেমিফাইনাল।

এবারের বিশ্বকাপে গ্রুপ সি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর তারা উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফরাসিরা।

অন্যদিকে, ‘ডি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ক্রোয়েশিয়া। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে তারা স্বাগতিক রাশিয়াকে পরাজিত করে। সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ক্রোয়াটরা।

ফ্রান্স একাদশ: হুগো লরিস (গোলরক্ষক), প্যাভার্ড, ভারানে, উমতিতি, হার্নান্দেজ, পগবা, কান্তে, এমবাপ্পে, গ্রিজম্যান, মাতুইদি, জিরুড।

ক্রোয়েশিয়া একাদশ: সুবাসিচ (গোলরক্ষক), ভিরসাজকো, স্ট্রিনিচ, লভরেন, ভিদা, রাকিতিচ, মদরিচ, ব্রোজোভিচ, পেরিসিচ, মানজুকিচ, রেবিচ।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :