এমবাপ্পেকে পেলের স্বাগতম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০১৮, ০৯:৩৩ | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ০৮:১৯

ফ্রান্সের জয়ের মধ্যে দিয়ে পর্দা নামলো ফিফা বিশ্বকাপের ২১তম আসরের। রবিবার রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ক্রোয়েয়িশাকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মত বিশ্বচ্যাম্পিন হলো ফরাসিরা।

আর এই ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে গোল করার কীর্তি ছিলো ব্রাজিলিয়ান কিংবদন্তির পেলের। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছিলেন তিনি।

তাছাড়া বিশ্বকাপের মাঝপথে পেলের পর প্রথম টিনেজারের রেকর্ডও গড়েছেন ১৯ বছর বয়সী এমবাপ্পে। এবার আসরের ফাইনালে আবারও পেলের রেকর্ড ক্লাবে যোগ দিলেন। তাইতো নিজের রেকর্ড ক্লাবে এমবাপ্পে কে স্বাগত জানালেন এই সাবেক ফুটবলার।

ফাইনালে গোল করা এই ফরাসি ফরোয়ার্ডকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন পেলে। টুইট বার্তায় তিনি লিখেছেন,‘দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল। ক্লাবে স্বাগতম এমবাপে। কিছু সঙ্গী পাওয়া অসাধারণ।’

(ঢাকাটাইমস/১৬জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :