এক নজরে রাশিয়া বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১১:০৬ | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ১১:০১

একের পর এক বিস্ময় উপহার দিয়ে পর্দা নামলো ‘ওয়ার্ল্ড গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। প্রবল উৎসাহ-উদ্দীপনার মাঝে দ্বিতীয় বারের মত ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বরণ করে নিল ফুটবল দুনিয়া। আর স্বপ্নের শিরোপার একটা কাছে এসেও খালি হাতে ফিরতে হলো ক্রোয়েশিয়াকে। রবিবার লুজনিকির মাঠে ক্রোয়াটদের ৪-২ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের দখল নিল ফরাসিরা।

মাসব্যাপী ৩২ টি দলের এই প্রতিযোগিতার নানা ঘটন-অঘটনের স্বাক্ষী হয়ে থাকলো আয়োজক রাশিয়া। স্বপ্নের পূরণ আবার স্বপ্নের ভাঙ্গন সবকিছুর ইতিহাসই এখন ইউরোপের দেশটি। নানা কিছুর জন্ম দিলেও সর্বকালের সেরা একটি বিশ্বকাপই উপহার দিলো রুশরা। উত্তেজনায় ভরপুর একমাসের ৬৪ টি ম্যাচে কত কিছুই না হলো এই রাশিয়ায়।

দেখে নেওয়া যাক এক নজরে রাশিয়া বিশ্বকাপ-

বিশ্বকাপ চ্যাম্পিয়ান: ফ্রান্স

রানার্স আপ: ক্রোয়শিয়া

গোল্ডেন বল: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)

সিলভার বল: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

গোল্ডেন বুট: হ্যারি কেন (ইংল্যান্ড)

গোল্ডেন গ্লোভ: কোর্তোয়ার (বেলজিয়াম)

টুর্নামেন্টে মোট গোল: ১৬৯

ম্যাচ প্রতি গোলের গড়: ২.৬

সর্বোচ্চ গোলদাতা: হ্যারি কেন (ইংল্যান্ড/৬ টি গোল)

মোট আত্মঘাতি গোল: ১২টি

পেনাল্টি থেকে গোল: ১৬

গ্রুপপর্বে সর্বোচ্চ পয়েন্ট- ৯। উরুগুয়ে, বেলজিয়াম, ক্রোয়েশিয়া।

মোট পেনাল্টি: ২১

মোট পাস: ৪৯৬৫১

ম্যাচ প্রতি পাসের গড়: ৭৭৫.৮

সর্বোচ্চ পাস: ইংল্যান্ড (৩৩৩৬)

সর্বাধিক আক্রমণ: ক্রোয়েশিয়া (৩৫২)

সর্বাধিক রক্ষণ (সেভ): ক্রোয়েশিয়া (৩০১)

খেলোয়াড় হিসেবে বেশি সুযোগ তৈরি: নেইমার (২৭)

সবচেয়ে বেশি দৌড়েছেন: ইভান পেরেসিচ (৭২ কিমি)

সবচেয়ে বেশি পাস: সার্জিও রামোস (৪৮৫)

বেশি সেইভ: থিবাউ কোরতুয়া (২৭)

সবচেয়ে বেশি ফাউলের শিকার- নেইমার, ২৩বার।

হলুদ কার্ড: ২১৯

লাল কার্ড: ৪

হলুদ কার্ডের গড়: ৩.৫

লাল কার্ডের গড়: ০.০৬

সবচেয়ে কার্ড দেখা দল- ক্রোয়েশিয়া, ১৫টি।

কম কার্ড দেখা দল– সৌদি আরব, মাত্র ১টি।

নতুন প্রযুক্তি: ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)

বড় অঘটন: গতবারের চ্যাম্পিয়ন জার্মানির প্রথম রাউন্ড থেকে বিদায়।

সবচেয়ে বেশি গোল করা দল– বেলজিয়াম, গোল সংখ্যা ১৬টি।

সবচেয়ে কম গোল দিয়েছে– পানামা, গোল সংখ্যা ১টি।

সবচেয়ে বেশি গোল হজম করা দল- পানামা, ১১টি।

এক ম্যাচে সর্বোচ্চ গোল- ৭টি। বেলজিয়াম-তিউনিসিয়া এবং আর্জেন্টিনা-ফ্রান্স।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :