প্রশংসিত হলো বিশ্বকাপ ফুটবল নিয়ে খালিদের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ১৩:০৬

শেষ হলো রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮। এক মাস ধরে ফুটবলপ্রেমিরা মেতে ছিলেন ফুটবলের জাদুতে। বিশ্বের নানা প্রান্তের মানুষ মাঠে বসে খেলা উপভোগ করতে ছুটে গিয়েছিলেন রাশিয়ায়। বিশ্বকাপ ঘিরে দেশটি পরিণত হয়েছিল বিভিন্ন দেশের মানুষের মিলনমেলায়। মাঠে কিংবা মাঠের বাইরে ছিল না সাদা-কালোর ভেদ। নানা শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণের মানুষ এক সারিতে বসে প্রিয় দলকে সমর্থন জানিয়েছেন। যা বিশ্বকাপের প্রকৃত তাৎপর্য প্রকাশ করে।

মাঠের বাইরেও বিশ্বকাপ নিয়ে ছিলো নানান আয়োজন। বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়ের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের গীতিকারেরা নিজ নিজ ভাষায় লিখেছিলেন নতুন নতুন গান। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ থেকেও বেশ কয়েকটি গান মুক্তি পায়। তাদের মধ্যে অন্যতম এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ-এর লেখা ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ শিরোনামের গানটি।

বিশ্বকাপ শুরুর আগে গত ১৯ মে মানুষে মানুষে সম্প্রীতির বার্তা নিয়ে অনলাইন ও ইউটিউবে মুক্তি পায় ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’। গীতিকার মাহবুবুল এ খালিদ নিজেই গানটিতে সুর দিয়েছেন। আতিকুর রহমান রোমানের সংগীতায়োজনে ‘ক্লোজআপ ওয়ান’ তারকা পুলক অধিকারী এবং ‘বাংলাদেশ আইডল’ খ্যাত সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে গানটি বেশ শ্রুতিমধুর হয়েছে।

মুক্তির পরপরই গানটি দর্শক-শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। বিশেষ করে গানটির কথা ছুঁয়ে যায় সবার হৃদয়।

মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেলে গানটির ভিউ হয়েছে দুই লাখেরও বেশি। ফেসুবক পেইজে গানটিতে লাইক দিয়েছেন ১৭ হাজারেরও বেশি ব্যবহারকারী। এসেছে অসংখ্য মন্তব্য। ‘খালিদ সংগীত’ ডটকম থেকেও অনেক শ্রোতা গানটি শুনেছেন এবং ডাউনলোডও করেছেন।

অনেকেই ফেসবুক ও ইউটিউবে মন্তব্য লিখে তাদের ভালোলাগার কথা জানিয়েছেন।

মিলটন আহমেদ নামে একজন লিখেছেন, দারুণ সময়োপযোগী আর চমৎকার কথা ও সুরের গান।

মো. রাসেল উজ জামান নামে এক শ্রোতা লিখেছেন, গানটি আমি সম্পূর্ণ শুনেছি। খুব ভালো লেগেছে। কথাগুলো খুব বেশি ভালো লেগেছে। অসাধারণ।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :