সংগ্রামী আ. লীগের জন্য ফখরুলের আক্ষেপ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ১৬:২৭

স্বাধীনতা, গণতন্ত্র আর মানুষের অধিকারের জন্য আওয়ামী লীগের সংগ্রামের কথা তুলে ধরে আক্ষেপ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এই আওয়ামী লীগই এখন দেশের ‘সবচেয়ে বড় নির্যাতনকারী’ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ফখরুল। জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

দীর্ঘ বক্তব্যে ফখরুল বর্তমান সরকারের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের অভিযোগ আনেন। আর এই প্রসঙ্গে পাকিস্তান আমলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পাকিস্তান সৃষ্টির পরপরই মুসলিম লীগ থেকে বের হয়ে ১৯৪৯ সালে গঠন হয় আওয়ামী মুসলিম লীগ। বাঙালির অধিকার আদায়ের সংগ্রামের জন্যই দলটির যাত্রা শুরু। আর পাকিস্তান আমলে যত আন্দোলন-সংগ্রামের নেতৃত্বে ছিল দলটি। মুক্তিযুদ্ধও হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বেই।

বিএনপি নেতারা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকার বিষয়টি নানা সময় অস্বীকার করতে চাইলেও ফখরুল আজ উল্লেখ করেন সেই প্রসঙ্গই।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। যে আওয়ামী লীগ আমরা দেখেছি ১৯৭১ সালের আগে। স্বাধীনতা যুদ্ধের পূর্বে।’

‘যারা স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, যারা মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিলেন সেই আওয়ামী লীগ আর নেই।’

ফখরুলের মতে, ‘আজকে দেশে আওয়ামী লীগেই সবচেয়ে বড় নির্যাতনকারী হয়ে দাঁড়িয়েছে। তারা দমন করছেন ভিন্ন মতকে। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চান।’

আওয়ামী লীগ এক ঘণ্টার জন্য ক্ষমতার বাইরে গেলে রক্তবন্যা বয়ে যাবে বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন ফখরুল। বলেন, ‘হঠাৎ এই উপলব্ধি কেন? কারণ আওয়ামী লীগ নিশ্চিত যে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। জোর করে, মানুষ খুন করেই তাদেরকে ক্ষমতায় টিকিয়ে থাকতে হবে।’

এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ স্থানীয় নেতারা।

ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :