স্পেনে বাংলার মেলা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ১৬:৫০

স্পেনে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব ‘বাংলার মেলা’। রবিবার বার্সেলোনার মাকবা স্কয়ারে বিকাল থেকে শুরু হয়ে মেলা চলে মধ্যরাত পর্যন্ত। সময় গড়ানোর সাথে সাথে মেলায় বাংলাদেশিসহ পৃথিবীর নানান দেশের মানুষের পদচারণায় মাকবা স্কয়ার কাণায় কাণায় পূর্ণ হয়ে উঠে।

বাংলাদেশ দূতাবাসের প্রধান হারুন আল রশিদ, অনারারি কনস্যুলেট জেনারেল রামন পেদ্রো, বার্সেলোনা সিটি কাউন্সিলের রেজিস্ট্রার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা মেলায় অংশগ্রহণ করেন। স্থানীয় সকল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রানবন্ত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। বিদেশিদেরও নজর কাড়া উপস্থিতি ছিল দেখার মত।

বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী পলাশ ও ইউরোপের স্বনামধন্য শিল্পীদের মধ্যে অন্যতম শিল্পী ফাহমিয়া খান, জিনাত শফিক, বিউটি, মঞ্জু স্বপন, অহনা দিবা, রাজু গাজী, ওয়াসি’রা গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন।

এছাড়াও মেলায় দেশীয় খাবারের হরেকরকমের স্টল, বাংলার ঐতিহ্যবাহী বাহন রিক্সা, বাংলা গানের সাথে স্থানীয় নৃত্য শিল্পী মৌসুমী হোসাইন, জেমী ও তার দলের নৃত্য পরিবেশন সব মিলিয়ে মুহূর্তেই মেলা প্রাঙ্গণ হয়ে উঠে এক টুকরো বাংলাদেশ।

দীর্ঘ এক যুগেরও অধিক সময় থেকে অ্যাসোসিয়েশন কোলতুরাল উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া’ মেলাটির আয়োজন করে আসছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :