নবীনগরে জাসদের জনসভা বর্জনের ডাক আ.লীগ সাংসদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ১৯:৩৩

আগামী ২৬ জুলাই মহাজোটের অন্তর্ভুক্ত জাসদ আয়োজিত ‘রাজনৈতিক জনসভা’ অবশেষে বর্জনের ডাক দিয়েছেন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। জনসভায় মহাজোটের অংশীদার জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

ওই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে নবীনগরের বিভিন্ন স্থানে লাগানো শতশত পোস্টারে ‘নবীনগরের সাধারণ মানুষের মান, সম্মান, মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হোন’ এমন উস্কানিমূলক লেখার প্রতিবাদ জানাতে গিয়ে সাংসদ ওই জনসভা বর্জনের আহবান জানান।

সোমবার দুপুরে স্থানীয় ডাক বাংলোর ভিআইপি কক্ষে সংবাদ সম্মেলনে সাংসদ ফয়জুর রহমান বাদল এ ঘোষণা দেন।

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, গত সাড়ে চার বছরে আমার কোন কর্মকাণ্ডে নবীনগরের সাধারণ মানুষের মান-সম্মান, মর্যাদা বিনষ্ট হয়েছে, সেটি আমি বিনয়ের সঙ্গে জনসভার উদ্যোক্তাদের কাছে জানতে চাই।

ক্ষুব্ধ এই সাংসদ বলেন, আমরা চেয়েছিলাম- মহাজোটের তথ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্থানীয় আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা বরণ করে নেবে। কিন্তু জাসদের ওই পোস্টারে উস্কানিমূলক লেখার কারণে স্থানীয় আওয়ামী লীগ সোমবার জরুরি সভা ডেকে আগামী ২৬ জুলাইয়ের ওই জনসভা বর্জনে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

সাংসদ বাদল আরও বলেন, আজকের বিশেষ বর্ধিত সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের বাইরে মহাজোটের অন্য কোন প্রার্থীকে মেনে নেয়া হবে না।

এ বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিনয়ের সঙ্গে জানানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সাংসদ সুস্পষ্টভাবে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে এবারও মনোনয়ন দেয়া হলে আমি নির্বাচন করবই। বিগত সাড়ে চার বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষাকল্পেই আমি নির্বাচন করব।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিমসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

ফের মিয়ানমারের গুলির শব্দে কাঁপল টেকনাফের মাটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :