কটন মিলের শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৮, ২০:২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এক কটন মিলের এক কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ রাতে ওই নারী শ্রমিককে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলার মীরনগর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- মীরনগর গ্রামের সাদ্দাম হোসেন, শাহ আলম, নুর রহমান এবং পূর্ব মাধবপুর গ্রামের এমরান মিয়া।

এ ঘটনায় ধর্ষিতার মা হালিমা খাতুন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অপহরণ ও গণধর্ষণের মামলা করেছেন।

পুলিশ ও বাদী হালিমা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের হতদরিদ্র এই মেয়েটি বেশ কিছুদিন আগে জীবিকার তাগিদে নোয়াপাড়া সায়হাম কটন মিলে কাজ নেয়। মিলে আসা-যাওয়ার পথে পূর্ব মাধবপুর গ্রামের এমরান মিয়ার সঙ্গে তার পরিচয় ঘটে। এমরান মিয়ার সঙ্গে প্রায়ই ওই নারী শ্রমিকের মোবাইল ফোনে কথাবার্তা হত। এক পর্যায়ে ওই নারী শ্রমিকের সঙ্গে এমরানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ১৫ জুলাই রাত ৮টায় এমরান মিয়া ফোন করে ওই শ্রমিককে নোয়াপাড়া নিয়ে আসে। নোয়াপাড়া থেকে একটি সিএনজিযোগে মীরনগর গ্রামে একটি বাড়িতে রাখে। সেখান থেকে কৌশলে এমরান অন্যান্য বন্ধুদের ফোনে যোগাযোগ করে হাড়িয়া হাওরে অপহরণ করে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে সাত যুবক ধর্ষণ করে তাকে মাঠে রেখে পালিয়ে যায়। পরে সে কোন রকমে ঢাকা-সিলেট মহাসড়কে উঠলে মাধবপুর থানার টহল পুলিশের নজরে পড়ে। পরে মীরনগর গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

হবিগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন বলেন, ওই নারী শ্রমিককে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিকটিমকে চিকিৎসা শেষে পূর্ণাঙ্গ মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :