অপরাধ কমিয়েছে বিশ্বকাপ!

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১০:০৯ | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ০৮:২২
ফাইল ছবি

ফুটবল বিশ্বকাপ চলাকালে কিছু দুঃখজনক ঘটনা বাদ দিলে বাংলাদেশে অপরাধ প্রবণতা কম ছিল৷ বিশ্লেষকরা বলেছেন, এতে প্রমাণ হয়, তরুণদের খেলার মতো নির্মল বিনোদনের সুযোগ দেয়া গেলে তাদের মাঝে বিপথগামী হওয়ার প্রবণতাও কমবে৷ খবর ডয়েচে ভেলের।

গত ১৪ জুলাই অর্থাৎ বিশ্বকাপ ফুটবলের ফাইনালের একদিন আগে বাংলাদেশে এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়৷কক্সবাজারের চকোরিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের একটি প্রীতি ম্যাচের পর পাঁচজন কিশোর নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যায়৷

শনিবার বিকালে চকোরিয়া গ্রামার বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী একটি প্রীতি ফুটবলের আয়োজন করে৷ খেলার উদ্দেশ্যে তারা নিজেদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি দল ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক দলে ভাগ করে নেয়৷ বিকালে খেলা শেষে ৪টার দিকে ছয় কিশোর ব্রাজিল আর আর্জেন্টিনার ঘামে ভেজা জার্সি পরেই মাতামুহুরী নদীতে সাঁতার কাটতে যায়৷ নদীর পানি গভীর হওয়ায় এবং স্রোত প্রবল হওয়ায় তারা সবাই পানিতে ডুবে যায়৷ তাদের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয় রবিবার৷

এর বাইরে বিশ্বকাপ ফুটবল চলাকালে দেশের বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এছাড়া প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন৷ ২০১৪ সালের বিশ্বকাপের সময় সংঘর্ষে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে৷ এবার অবশ্য তেমন কিছু ঘটেনি৷

তবে এমন অপ্রীতিকর কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশে কিন্তু বিশ্বকাপ চলার সময় অপরাধ প্রবণতা কম ছিল৷ রাশিয়ায় বিশ্বকাপের আসর শুরু হয় ১৫ জুন আর শেষ হয় ১৫ জুলাই৷ বাংলাদেশ পুলিশ সদর মাস ও বছর হিসেবে অপরাধের পরিসংখ্যান রাখে৷ ১৫ জুন থেকে ১৫ জুলাই– এই একমাসের হিসাব আলাদাভাবে না পাওয়া গেলেও সাধারণ মাসের হিসাব বিবেচনায় নিয়ে অপরাধ কমার বিষয়টি স্পষ্ট হয়৷

পুলিশ সদর দপ্তরের হিসেবে মে মাসে সারাদেশে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ২৩ হাজা ৪১৬টি৷ আর জুন মাসে মামলা হয়েছে ১৯ হাজার ৮১৭টি৷ এর মধ্যেই ১৫ জুন থেকে শুরু হয় বিশ্বকাপ৷ মে মাসে হত্যার ঘটনা ঘটেছে ৩৭৯টি৷ জুন মাসে হত্যাকাণ্ড হয়েছে ৩৩৯টি৷ মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১৩৬৭টি৷ তবে জুন মাসে তা বেড়ে হয়েছে ১৩৯১টি৷ দস্যুতা, অপহরণ ও ছিনতাইয়ের মতো ঘটনা কমেছে৷ জুলাই মাসের অপরাধ পরিসংখ্যান দেয়া গেলে বিষয়টি হয়ত আরও স্পষ্ট হতো৷

পুলিশ সদর দপ্তর জুলাই মাসের অপরাধ পরিসংখ্যান মাস শেষে চূড়ান্ত করবে৷ তবে সূত্র জানায়, এ পর্যন্ত যে তথ্য আছে, তাতে জুলাই মাসেও অপরাধ প্রবণতা কম৷

ঢাকা মেট্রেপলিটন পুলিশের উপ কমিশনার( মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ হলো বিশ্বকাপ চলাকালে রাজধানীতে হত্যা, ছিনতাই, দস্যুতা এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ কম হয়েছে৷ প্রচলিত অপরাধের সঙ্গে জড়িতদের একটি বড় অংশ হলো তরুণ৷ আর প্রধানত তরুণরাই বিশ্বকাপে মেতে ছিল৷ তাই হয়তো অপরাধও কম হয়েছে৷ তবে ফুটবলের এই মহা আয়োজনে আমাদের দেশে সমর্থকদের মধ্যে যাতে কোনো উত্তেজনা বা বিশৃঙ্খল পরিস্থিতি না হয়, যা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, সেদিকে আমাদের নজর ছিল৷ আমরা এ কারণে টহল বাড়ানোসহ আরও কিছু বাড়তি ব্যবস্থা নিয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও অপরাধ বিজ্ঞানের অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, ‘পরিসংখ্যান বলছে, রাশিয়ায়ও বিশ্বকাপ চলাকালে অপরাধ প্রবণতা কমেছে৷ আর বিশেষ করে তরুণরা অপরাধ থেকে দূরে থেকেছে৷ আমাদের দেশেও পরিসংখ্যান তাই বলছে৷ আর এতে প্রমাণিত হয় কিশোর, তরুণদের আমরা যদি খেলাধুলার মতো সুস্থ বিনোদন দিতে পারি, তাহলে তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমবে৷ বিশেষ করে আমাদের এখানে তরুণদের একাংশের জঙ্গিবাদে জড়ানোর যে প্রবণতা, তা কমবে বলে আমার মনে হয়।’

‘আমাদের খেলার মাঠ নেই, সুস্থ বিনোদনের ব্যবস্থা নেই৷ কিশোর, তরুণরা অনলাইন গেমসহ নানা বিষয় থেকে বিনোদন নেয়ার চেষ্টা করে৷ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইননির্ভর হয়ে পড়ছে তারা৷ কিন্তু মানসিক এবং শারীরীক সুস্থতার জন্য তাদের প্রয়োজন খেলাধুলার মতো বিনোদন৷’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বকাপ চলাকালে সমর্থকদের মধ্যে বিশ্বকাপকেন্দ্রিক কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে৷ এটা সব দেশেই ঘটে৷ ফুটবল নিয়ে দাঙ্গাও হয়েছে অতীতে৷ কিন্তু এগুলোও এড়াতে হবে৷এড়ানোর উপায় হলো খেলাকে পুরোপুরি খেলা হিসেবে দেখা৷ খেলাকে পুরোপুরি বিনোদন হিসেবে দেখা৷’

(ঢাকাটাইমস/১৭জুলাই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :