ভারত-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৩:১৭ | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৩:১৫

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। মঙ্গলবার লিডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। তাই আজকের ম্যাচে যারা জয় পাবে তারাই সিরিজ জিতে নিবে।

সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে জয় পেয়েছিল ভারত। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন জো রুট। ওয়ানডে সিরিজ শুরুর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

ওয়ানডে সিরিজ শেষে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১ আগস্ট। লন্ডনে ৯ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। নটিংহামে তৃতীয় টেস্ট শুরু হবে ১৮ আগস্ট। সাউদাম্পটনে ৩০ আগস্ট শুরু হবে চতুর্থ টেস্ট। লন্ডনে ৭ সেপ্টেম্বর শুরু হবে পঞ্চম টেস্ট।

ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জ্যাসন রয়/জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ডেভিড উইলে, আদিল রশীদ, লিয়াম প্লানকেট, মার্ক উড।

(ঢাকাটাইমস/১৭ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :