যু্ক্তরাজ্যের বাজারে অপোর ফোন

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৬:১৭

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদকা, ঢাকাটাইমস

অপোর স্মার্টফোন খুব শিগগিরই যুক্তরাজ্যের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। 

যুক্তরাজ্যের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস  এবং ইউরোপিয়ান ইউনিয়নের ইইউআইপিও উভয় প্রতিষ্ঠানে অপো ৬টি স্মার্টফোন লাইনের মোট ৪০টি নতুন মডেলের স্মার্টফোন নিবন্ধন করেছে।

নিবন্ধনকৃত ৬টি স্মার্টফোন লাইন হলো অপো এ, অপো এএক্স, অপো এফএক্স, অপো আর, অপো আরএক্স এবং অপো ইউএক্স। 

নিবন্ধনকৃত ফোনগুলোর বেশিরভাগই একেবারেই নতুন মডেল এবং এই হ্যান্ডসেটগুলো এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। 

মডেল সংখ্যা কতো হতে পারে তাও এখনও বিবেচনাধীন। এশিয়া মহাদেশ এবং যুক্তরাজ্যে ব্র্যান্ডিং কৌশলের ধারয়াবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অপো বেশকিছু নতুন প্রজন্মের ডিভাইস নিবন্ধন করেছে। 

দেশে ট্রেডমার্ক নিশ্চিত করার পর প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের বাজারে স্মার্টফোন নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিয়েছে, তবে তা কখন হতে পারে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয় নি।     

(ঢাকাটাইমস/১৭জুলাই/এজেড)