হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের কর্মসূচি

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৮:১২

কোটা সংষ্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। নিপীড়নবিরোধী শিক্ষকদের ব্যানারে বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে সংহতি সমাবেশ ডেকেছেন তারা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র-টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান তারা। এছাড়া ঢাবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামী সোমবার (২৩ জুলাই) বটতলার সামনে নিপীড়নবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে গত রবিবার নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কিন্তু সেখানে আগে থেকেই নিপীড়িত শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান করছিল আরেকদল শিক্ষার্থী।

পরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদ মিনারে মানববন্ধনের জন্য অবস্থান নিলে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এ সময় নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে অংশ নেয়া শিক্ষকরা উসকানিমূলক আচরণের তীব্র সমালোচনা অন্যদিকে পাল্টা বক্তব্য দিয়ে শিক্ষকদের সমালোচনা করেন একদল শিক্ষার্থী, যারা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে অভিযোগ ওঠে।

এক সময় শহীদ মিনারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এসময় তারা বেশ কয়েকজন শিক্ষককেও লাঞ্ছনা করে।

সংবাদ সম্মেলনে ড. সামিনা লুৎফা লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীমউদ্দিন খান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী প্রমুখ।

ঢাকাটাইমস/১৭জুলাই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :