কারাগারে উপজেলা চেয়ারম্যান সাবিরা

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৮:৪৪

অবৈধ সম্পদ অর্জণের মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ছয় বছরের কারাদণ্ডপ্রাপ্ত এ আসামি মঙ্গলবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের প্রার্থণা করেন।

শুনানি শেষে বিচারক মো. শহিদুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

এর আগে গত ১২ জুলাই একই বিচারক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের এই মামলায় এ আসামির ৬ বরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।

একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং জ্ঞাত আয় বহিভূতভাবে অর্জিত ১ কোটি ৭৮ হাজার ১৩৫ দশমিক ৮৪ টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দেন আদালত।

দুর্নীতি দমন আইন ২০০৪ সালের ২৬ (২) ধারায় তিন বছর ও ২৭ (১) ধারায় তিন বছরের ওই কারাদ- প্রদান করা হয়।

২০১০ সালের ২০ জুলাই দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমদের দায়ের করা মামলার এজাহারে আসামির বিরুদ্ধে ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ দশমিক ৮৪ টাকার সম্পদের বিষয়ে ভিত্তিহীন হিসাব প্রদান এবং ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন। মামলাটিতে ২০১০ সালের ২৫ জুলাই চার্জশিট দাখিল করে দুদক। আসামি ২০০৯ সালের ২৪ মে দুদকে সম্পদের হিসাব দাখিল করেন। যেখানে তিনি সম্পদ বিবরনীতে মোট ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার ২৭ টাকা ৮৪ পয়সার হিসাব দাখিল করেন।

ঢাকাটাইমস/১৭জুলাই/আরজেড/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :