৮৫ হাজার ইরানি এবার হজে যাচ্ছেন

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ২১:০২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইরানের রাজধানী তেহরান থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট বুধবার সৌদি আরব যাচ্ছে। এ ফ্লাইটে ২৭০ জন যাত্রী যাবেন বলে ইরানের হজ সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে।

ইরানের হজ সংস্থার প্রধান হামিদ মোহাম্মাদি বার্তা সংস্থা ইরনাকে জানান, বৃহস্পতিবার থেকে ইরানের হজযাত্রীদের নিয়ে ইমাম খোমেনি বিমানবন্দর থেকে নিয়মিতভাবে বিমান যাবে সৌদি আরবে।

তিনি জানান, এ পর্যন্ত ২৫ হাজার হজযাত্রীর জন্য ইলেকট্রনিক ভিসা ইস্যু করা হয়েছে এবং আগামী দিনগুলোতে বাকিদের ভিসার ব্যবস্থা করা হবে। এর আগে তিনি জানিয়েছিলেন, চলতি বছর ইরান থেকে ৮৫ হাজার ২০০ ব্যক্তি হজে যাবেন।

শিডিউল অনুযায়ী, মদিনার ফ্লাইটগুলো ১৮ জুলাই থেকে এবং জেদ্দার ফ্লাইটগুলো ৩০ জুলাই থেকে শুরু হবে।

হামিদ মোহাম্মাদি জানান, হজযাত্রীদের জন্য থাকা ও চিকিৎসাসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসআই)