আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের মূল্যবৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইম
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ২১:৩২

শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ দেশের তৈরি পোশাক কারখানাগুলোয় কাজের পরিবেশ ও মান উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার করলেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বলেছেন, ‘বিশ্বমানের কারখানায় বাংলাদেশে পোশাক তৈরি হচ্ছে। কিন্তু তৈরি পোশাক ক্রেতারা (বিদেশিরা) মূল্য বৃদ্ধি করছে না।’

মঙ্গলবার ঢাকায় হোটেল পূর্বাণীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘ক্যাপাসিটি বিল্ডিং অব রিমেডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) শেয়ারিং প্রোগ্রেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’শীর্ষক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতকে নিরাপদ ও কর্মবান্ধব করে গড়ে তুলেছে বাংলাদেশ। শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে। বিপুল অর্থ বিনিয়োগে আধুনিক করা হয়েছে তৈরি পোশাক কারখানাগুলো। তারপরও দেশের বাহিরে বাংলাদেশের তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি পাচ্ছে না।’

কারখানাগুলো তদারকি করার জন্য ‘অ্যাকর্ড ও অ্যালায়েনন্স’ এর প্রয়োজন নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অ্যাকর্ড ও অ্যালায়েন্স-এর মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরও উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে অন্তর্বর্তীকালের জন্য তাদের ৬ মাস সময় দেয়া হয়েছে। এটা আর বৃদ্ধি করা হবে না। এ বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর তাদের চলে যেতে হবে।’

‘আর কোনো সময় বৃদ্ধি করা হবে না। এখন রিমেডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) বা সংস্কার সমন্ময়ক সেল তৈরি পোশাককারখানাগুলোর কাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানা গ্রিন ফ্যাক্টরিতে পরিণত হতে চলেছে। ইতোমধ্যে শিশুশ্রমের সমস্যা দূর হয়েছে। দেশের শ্রম আইন সংশোধন করা হয়েছে। মজুরি কমিশনের মাধ্যমে তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোরউদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে আলোচনা চলছে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘কারখানার সংস্কার কাজগুলো তারা আমাদের দেশের ইঞ্জিনিয়ার দিয়েই করিয়েছে। আমরা বিভিন্ন ভাবে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। গত পাঁচ বছরে এমন কোনো (রানা প্লাজা দুর্ঘটনার মতো) ঘটনা ঘটেনি। চ্যালেঞ্জ করছি, ভবিষ্যতেও ঘটবে না।’

অ্যাকর্ড-অ্যালায়েন্সের সময় আর বাড়ানো হবে কিনা প্রশ্ন রাখেন সাংবাদিকরা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অ্যাকর্ড-অ্যালায়েন্সের সময় আর বাড়ানো হবে না। আন্তর্জাতিক ক্রেতা জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের মে মাসে। কারখানা সংস্কার তদারকিতে তাদের অতিরিক্ত ৬ মাস সময় দেয়া হয়েছে। তারা নতুন করে সময় চাচ্ছেন। কিন্তু আমরা আর তাদের সময় বাড়াবো না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘রেমিডিয়েশন কো-অর্ডিনেশন বা সংস্কারকাজ সমন্বয় সেলের (আরসিসি) কাজ শুরু হয়েছে। বর্তমানে ৩০টির বেশি সভাহয়েছে। ৭৫৫টি কারখানার সংস্কার কাজ শেষ করতে বলা হয়েছে। তাদের চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এ সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ না করলে ওই কারখানাগুলো বন্ধ করে দেয়া হবে।’

শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন,বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭ জুলাই/এনআই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :