টিপস

গাড়ির জ্বালানি খরচ কমাতে চান?

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৮, ১২:৪৩

যানজটের শহর ঢাকা। রাস্তায় নামলেই জটে পড়তে হয়। আগে ভাবে জানার উপায় নেই কোন কোন সড়কে জট লেগে আছে। কিন্তু আপনি যদি গুগল ম্যাপ ব্যবহার করেন তবে যানজটের খবর ঘরে বসেই জানতে পারবেন। সেই সঙ্গে গন্তব্যে যাওয়ার সহজ ও দ্রুততম পথের হদিস পাবেন।

আপনি কী জানেন নেভিগেশন সার্ভিস ব্যবহার করে গন্তব্যের দূরত্ব জানা যায়? এর ফলেই আপনি জেনে যেতে পারবেন কোন পথে গেলে সবথেকে কম দূরত্ব অতিক্রম করতে হবে। এর মাধ্যমে যেমন যাত্রাপথে আপনার সময় বাঁচবে তেমনি তেলের খরচ অনেকটাই কমানো যাবে। আর খুব সহজেই তা জানা সম্ভব। নিচের পদ্ধতিতে গন্তব্যে যাওয়ার বিভিন্ন রাস্তার দূরত্ব জানতে পারবেন।

কম্পিউটার থেকে স্টেপ ১। কম্পিউটারে ওয়েব ব্রাউজারে Google Maps ওপেন করুন।

স্টেপ ২। যাত্রা শুরুর স্থানে জুম ইন রাইট ক্লিক করুন।

স্টেপ ৩। এবার 'Measure Distance’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। এরপরে যেখানে যেতে চান সেই স্থানে ক্লিক করুন। একাধিক স্থানে যেতে হলে একাধিক পয়েন্টে ক্লিক করুন।

স্টেপ ৫। এরপরে কালো দাগ ড্র্যাগ করে নির্দিষ্ট রুট তৈরি করুন। শেষে Google Maps সেই স্থানের দুরত্ব দেখিয়ে দেবে।

স্মার্টফোন থেকে

অ্যানড্রয়েড ও আইওএস স্মার্টফোন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে স্মার্টফোনে এই পদ্ধতি কিছুটা আলাদা। নিচের পদ্ধতি ফলো করে এই কাজ করতে পারবেন।

স্টেপ ১। Google Maps ওপেন করুন।

স্টেপ ২। যাত্রা শুরুর স্থানে ট্যাপ করে হোল্ড করে লাল পিন দিয়ে মার্ক করুন।

স্টেপ ৩। এরপরে ম্যাপের নিচে গিয়ে এই স্থানের নামকরণ করুন।

স্টেপ ৪। এবার পপ আপ মেনুতে 'Measure Distance’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। এরপরে ম্যাপটি ড্র্যাগ করে কালো কার্কেলটিকে ডেস্টিনেশনে বসিয়ে দিন।

স্টেপ ৬। অ্যাপ থেকে একাধিক পয়েন্ট যোগ করতে পারবেন।

স্টেপ ৭। শেষ হলে স্ক্রিনে নিচে কিলোমিটার ও মাইলে মোট দূরত্ব দেখিয়ে দেবে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা