অন্তঃসত্ত্বা রোহিঙ্গার চরিত্রে সায়রা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৪:০২ | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৮, ১৩:১০

খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সায়রা আকতার জাহানের। মিয়ানমারে অত্যাচারিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠির উপর নির্মিত ছবিতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা যাবে তাকে। ছবির নাম ‘জন্মভূমি’। এটি পরিচালনা করছেন প্রসূন রহমান। এই ছবিতে সায়রার নায়ক ছোট পর্দার অভিনেতা রওনক হাসান।

‘জন্মভূমি’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। জুলাইয়ের শুরু থেকে টানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন নির্মাতা প্রসূন রহমান। তিনি জানান, ‘বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। দ্বিতীয় দফায় অল্প কিছু কাজ করলেই এটির সব প্রস্তুতি শেষ হয়ে যাবে। আশা করি, আগামী আগস্টে ছবিটি মুক্তি দিতে পারব।’

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে সায়রা জানালেন, ‘বড় পর্দায় নায়িকা হওয়ার ইচ্ছা অনেক দিনের। এর আগে ‘গহীন বালুচর’ ছবিতে অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। পরিচালক প্রসূন রহমান যখন ‘জন্মভূমি’ ছবিটির জন্য প্রস্তাব দিলেন রাজি হয়ে গেলাম। নির্মাতা হিসেবে তার জুড়ি নেই। তা ছাড়া আমার চরিত্রটি ঘিরেই ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে।’

সায়রা আরও বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি করা খুব সহজ ছিল না। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল রোহিঙ্গাদের ভাষায় কথা বলা। কিন্তু আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, তাই কিছুটা সহজ মনে হয়েছে। তা ছাড়া শুটিংয়ের আগে রিহার্সেল যথাযথ হওয়ায় তেমন সমস্যা হয়নি। সহশিল্পী হিসেবে রওনক ভাইও অনেক সহযোগিতা করেছেন।’

২০১৪ সালে টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী সায়রা। চার বছরের ক্যারিয়ারে মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিও এবং টেলিভিশন নাটকেও নিজের গ্রহনযোগ্যতা প্রমাণ করেছেন। সেই গ্রহণযোগ্যতা থেকেই প্রথমবারের মতো মুখ দেখাতে চলেছেন রূপালী পর্দায়। এবার এখানে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেন তার জন্যই অপেক্ষা।

ঢাকাটাইমস/১৮ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :