বিকালে ঢাকায় আসছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৫:২৭ | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৮, ১৪:৫৭

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার বিকালে ঢাকায় আসছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন। সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ-জার্মান ই-পাসপোর্ট সংক্রান্ত চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতেই মূলত তার এই সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বুধবার বিকালে ঢাকায় আসবেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরে তিনি ই-পাসপোর্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।

গত মার্চে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়েলসের এটি হবে প্রথম ঢাকা সফর।

সফরসূচি অনুযায়ী, ১৯ জুলাই বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-জার্মান ই-পাসপোর্ট সংক্রান্ত চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন জার্মান প্রতিমন্ত্রী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত থাকবেন।

একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে জার্মান প্রতিমন্ত্রী।

দুই দিনের সফর শেষে শুক্রবার তার দেশে ফিরে যাবার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :