এরশাদ-হর্ষবর্ধন বৈঠক, আলোচনা নির্বাচন নিয়েও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৮, ১৫:৪৩

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কথা হয়েছে জাতীয় নির্বাচন নিয়েও। এই তথ্য জানালেও বিস্তারিত কিছু জানাননি জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন জাপা মহাসচিব। দলের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য জিয়া উদ্দিন বাবলু এসময় উপস্থিত ছিলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘মঙ্গলবার (১৭ জুলাই) ভারতের হাইকমিশনার আমাদের দলের চেয়ারম্যানের বাসায় এসেছিলেন। সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন নিয়েও কথাবার্তা হয়েছে।’

‘আমাদের দলের চেয়ারম্যান ভারতের অনেক অবদানের কথা জানিয়েছেন হাইকমিশনারকে। সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাই প্রত্যাশা।’

জাতীয় পার্টি সমালোচনা না হয় এমন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জানিয়ে হাওলাদার বলেন, ‘এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি আমরা।’

‘জাপা কখনো নিরপেক্ষ নির্বাচনের বাইরে চিন্তা করেনি। তবে সব ক্ষেত্রেই প্রত্যশা পূরণ হয় না। এই নিয়েই আমাদের চলতে হবে।’

আগামী ২৬ জুলাই কুড়িগ্রাম-৩ উলিপুর উপনির্বাচনে ভোট নিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘আজকে আমরা সেই নির্বাচনের বিষয়টি তুলে ধরেছি সিইসির কাছে। এছাড়া আসন্ন বরিশাল সিটি নির্বাচনের কথাও উল্লেখ করেছি।’

‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবং নির্বাচন নিয়ে সমালোচনা যেন না হয়, সেটাই আমরা আশা করছি। আমরা রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সন্তুষ্ট। কুড়িগ্রাম উলিপুর নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে আশা করছি।’

উলিপুরে জাতীয় পার্টির প্রার্থী আক্কাস আলী সরকার হলফনামায় বার্ষিক আয় দুই জায়গায় দুই রকম দেখিয়েছেন এবং ইসলামী ব্যাংক থেকে ২৫২ কোটি টাকা এবং অন্যান্য ব্যাংক মিলিয়ে তিনি ২৭২ কোটি টাকা ঋণ নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, ‘উনি একজন বড় ব্যবসায়ী। উত্তরবঙ্গে উনার সমকক্ষ এই ধরনের প্রতিষ্ঠিত শিল্পপতি খুব কম আছে। তবে ঋণের বিষয়ে তিনিই ভাল বলতে পারবেন।’

ঢাকাটাইমস/১৮জুলাই/জেআর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

ভিন্নমত নির্মূলে প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: গণঅধিকার পরিষদ

নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের 

বিশ্ব পরিস্থিতিতে দেশের সংকট সামাল দেওয়া কঠিন: ওবায়দুল কাদের 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

ঢাকা উত্তরে এক নেতার 'পকেট কমিটি', বলয়ে জিম্মি দক্ষিণ বিএনপি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :