ভারতে পাচারকালে ১ কেজি স্বর্ণ আটক

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ১৬:২৬

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি থেকে ১ কেজি ১শ গ্রাম স্বর্ণসহ মিলন হোসেন (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মিলন বেনাপোলের পোড়াবাড়ি নারানপুর গ্রামের মসিউর রহমানের ছেলে।   

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বুধবার সকালে ঢাকা থেকে আনা একটি স্বর্ণের চালান বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে। এমন খবরে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ১শ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৫৫লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণ বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/ওআর)