কুষ্টিয়া ছাত্রলীগ সহ-সভাপতিকে বহিষ্কার

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ১৯:২৭

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব আহম্মেদকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহম্মেদর ফেসবুক আইডিতে পাওয়া ওই বিজ্ঞপ্তি থেকে ওই রাজীবের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত সোমবার দুপুরে র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে তার হেফাজত থেকে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবাসহ অস্ত্র মেরামতকারী কারিগর ও মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব আহম্মেদকে আটক করে। ছাত্রলীগ নেতা রাজীব আটকের সংবাদ ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ০২টি এয়ার গান, ৫২৮টি এয়ার গানের গুলি, ২৩ রাউন্ড শর্ট গানের কার্তুজ, ১০৭ (একশত সাত) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। রাজিবের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা করে র‌্যাব।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/এলএ)