কড়া শাস্তি বাংলাদেশের সাবেক কোচ হাথুরুসিংহেকে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৮, ২০:২৬

ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট।শৃঙ্খলাভঙ্গের জন্য দলের অধিনায়ক, কোচ এবং ম্যানেজারকে নিষিদ্ধ করল আইসিসি।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টের জন্য নির্বাসিত করা হয় এই তিন জনকে। একই সঙ্গে গোটা একদিনের সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক চান্ডিমাল।

কেন এই কড়া শাস্তি? গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিন মাঠে নামেনি শ্রীলঙ্কা দল। অধিনায়ক দীনেশ চান্ডিমালের বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগের প্রতিবাদে মাঠে নামা থেকে বিরত থাকেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এই ঘটনার পর তদন্তে নেমে শ্রীলঙ্কা দলের অধিনায়ক, কোচ এবং ম্যানেজারের দোষ খুঁজে পায় আইসিসি।

শাস্তির ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের চলতি টেস্ট সিরিজে খেলতে পারবেন না এই তিনজন। শুধু তাই নয়, প্রোটিয়াসদের বিরুদ্ধে পাঁচ ম্যাচে একদিনের সিরিজ খেলতে পারবেন না লঙ্কান অধিনায়ক চান্ডিমাল।

(ঢাকাটাইমস/১৮জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :