বরিশাল সিটি নির্বাচন

জনগণের চাহিদাই আমার ইশতেহার: সাদিক

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৮, ২২:১৫

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কোনো নির্বাচনী ইশতেহার দেবেন না। জনগণের চাহিদাই তার ইশতেহার।

বুধবার বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাদিক আব্দুল্লাহ এর আগে মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগ করেন।

তার কথার সঙ্গে কাজের মিল রয়েছে দাবি করে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী বলেন, ‘আমি নির্বাচনে কোনো ইশতেহার দেব না। আগে যারা ইশতেহার দিয়ে নির্বাচন করেছে তারা তা বাস্তবায়ন করতে পারেনি। তাই আমি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না। তাদের যেসব চাহিদা রয়েছে সেটাই আমার ইশতেহার।’

নির্বাচন নিযে বরিশালের মানুষ উৎফুল্ল বলে সাংবাদিকদের জানান সাদিক। বলেন, তারা অপেক্ষা করছে ৩০ তারিখ ভোটের জন্য।

ভোটের দিন কিছু কেন্দ্রে তার ইভিএম চাওয়ার কারণ হিসেবে এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি সরকারি দলের প্রার্থী বলে অভিযোগের আঙুল সব সময় আমার দিকেই আসে। তাই আমার কেন্দ ও এর আশপাশে যেসব কেন্দ্র রয়েছে সেগুলোতে ইভিএমে ভোট নিতে নির্বাচন কার্যালয়ে আবেদন করেছি।’

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দলের বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা গিবত করবেন না সাদিক আব্দুল্লাহ। বলেন, ‘বিএনপি আমার বা দলের বিরুদ্ধে অনেক অভিযোগ দিচ্ছে শুনেছি। তবে তারা কিন্তু লিখিত কোনো অভিযোগ দিচ্ছে না। যা দিচ্ছে তা মৌখিক। পুলিশ কমিশনার আমাকে বলেছেন যে মাত্র দুটি অভিযোগ পেয়েছেন তিনি।’

আর তার যদি কোনো অভিযোগ থাকে, সেটা লিখিতভাবে দিয়ে তা সাংবাদিকদের জানাবেন তিনি। তবে বর্তমানে নির্বাচনী পরিবেশ সুন্দর ও সুষ্ঠ রয়েছে দাবি করে সাদিক বলেন, ‘আশা করি বরিশালের নির্বাচনটি সুন্দর হবে।’

সাদিক আব্দুল্লাহ আজ বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠক করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুদীপ রায়, বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা