কিশোরগঞ্জে কাল থেকে চার দিনের লোডশেডিং শুরু

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ২৩:০০

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ১১ উপজেলা ও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার হতে রবিবার ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লোডশেডিংয়ের আওতায় থাকছে। তবে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা এ লোডশেডিংয়ের আওতায় থাকছে না বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ১৩২ কেভি-এর সহকারী প্রকৌশলী এনামুল হক।

তিনি জানান, জিএমডি, পিজিসিবি ময়মনসিংহের অধীনে ১৩২ কেভি কিশোরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির লক্ষে ১৩২/৩৩ কেভি ২৫/৪১ এমভিএ ট্রান্সফরমার দ্বারা প্রতিস্থাপন করার স্বার্থে ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ট্রান্সফারমার বন্ধ থাকবে। এ সময়ে পিক-আওয়ারে কিশোরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের অধীন ৩১ মে.ও লোডশেড হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/এলএ)