রিয়ালের সঙ্গে শেষ সম্পর্কও ছিন্ন করলেন রোনালদো

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০৮:৫০ | আপডেট: ১৯ জুলাই ২০১৮, ১৪:২৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

দীর্ঘ নয় বছর পর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখালেন সময়ের সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়ালের সঙ্গে সব হিসেব-নিকেশ মিটিয়ে ইতিমধ্যে ইতালির ক্লাবটিতে যোগও দিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। মাদ্রিদ শহরে রোনালদোর শেষ সম্বল ছিলো ৪৫ লাখ ইউরো দামের একটি বাড়ি। এবার সেই বাড়িটি বিক্রি করে মাদ্রিদের সঙ্গে শেষ সম্পর্ক ও ছিন্ন করলেন সি আর সেভেন।

২০০৯ সালে ম্যানইউ থেকে রিয়াল মাদ্রিদে এসে এই বাড়িটি কিনেছিলেন এই পর্তুগিজ অধিনায়ক। পর্তুগাল সংবাদ মাধ্যম অনুযায়ী, রোনালদোর বাস করা মাদ্রিদ শহরের বাড়িটি ২ কোটি ইউরোতে কিনেছেন ম্যানচেস্টারের একজন সদস্য। যার কারণে এই বাড়িটিতে চারগুন লাভ করেছেন রোনালদো। আর এই বাড়িটি বিক্রির সঙ্গে সঙ্গে  ক্লাবটির শহরের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হলো পাঁচ বারের বর্ষ সেরা এই তারকার।

এছাড়া গাড়ির সংখ্যাও কমিয়েছেন রোনালদো। ব্যক্তিগত চলাচলের জন্য মোট ২২ টি গাড়ি ছিলো এই তারকার। বর্তমানে নিজের দেশ পর্তুগাল এবং ইতালির ক্লাবটিতে নতুন আবাসের জন্য কয়েকটি গাড়ি রেখে বাকি গাড়ি গুলোও বিক্রি করে দিচ্ছেন রোনালদো।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এইচএ)