লড়তে হবে ‘ভয়ের’ রাজনীতির বিরুদ্ধে: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১০:০৫ | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ০৯:২০

যে রাজনীতিতে ভয়, বিরক্তি ও সংকোচনের সৃষ্টি করে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিক উপলক্ষে দেওয়া ভাষণে ওবামা এ আহ্বান জানান। তার ভাষণ শুনতে সেখানে ১৪ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন।

হোয়াইট হাউজ ছাড়ার পর ওবামা এই প্রথম বড় কোনো আয়োজনে ভাষণ দিলেন৷ ভাষণে ‘প্রতিক্রিয়াশীল’ এবং ‘স্বেচ্ছাচারী’ রাজনীতির বিরুদ্ধে কথা বলেন তিনি৷ দাবি তোলেন নারীর অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে৷

সরাসরি নাম উল্লেখ না করলেও ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে নিজের বক্তব্য শুরু করেন ওবামা৷ বলেন, ‘আমরা এখন অদ্ভুত ও অনিশ্চিত সময়ে বাস করছি...খুবই অদ্ভুত৷’

‘কিছু রাজনীতিবিদ মিথ্যা বলার সময় ধরা পড়ে সেটা ঢাকার জন্য আরো কিছু কথা বানিয়ে বলতে শুরু করেন৷ যারা বিচ্ছিন্নতার রাজনীতির চর্চা করছেন, তারা ছোট মনের পরিচয় দিচ্ছেন।’ এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ক্ষমতায় আছেন, তারা গণতন্ত্রকে টিকিয়ে রেখেছে এমন সব (গণমাধ্যম) প্রতিষ্ঠানকেই ধ্বংস করে দিচ্ছেন।’

ওবামা দুঃখপ্রকাশ করে বলেন, ‘মাদিবা (ম্যান্ডেলার অন্য নাম) জেল থেকে মুক্তি পাওয়ার ২৫ বছর পরেও আমাকে এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে, সব জাতির মানুষ, নারী-পুরুষ সবাই সমান।’

এমন একসময়ে ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী পালন করছে সাউথ আফ্রিকা, যখন সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার দুর্নীতির তদন্ত নিয়ে দেশটিতে তোলপাড় চলছে। ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ এএনসির প্রধানের পদ থেকেও ইস্তফা দিতে হয়েছে তাকে৷ নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ সহযোগী সিরিল রামাফোসা হাল ধরেছেন দলের।

ঢাকাটাইমস/১৯জুলাই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :