জয়পুরহাটে ট্রেনের ছাদে ছিনতাই, নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১১:২৪ | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১১:১৯

জয়পুরহাটের পাঁচবিবির দরগাতলা এলাকায় সিমান্তগামী চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইয়ের পর দুই যাত্রীকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। এতে মুনির হোসেন (২২) নামে এক গার্মেন্ট শ্রমিক মারা গেছেন। মোস্তাফিজুর (২০) নামে অপর এক গার্মেন্ট শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মুনির পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে মমতাজের ছেলে। আর মোস্তাফিজুর দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চরকায় গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

নিহতের পরিবারও আহত মোস্তাফিজুর জানায়, বুধবার মধ্যে রাতে বিরামপুর থেকে তারা দুই ট্রেনের ছাদে করে ঢাকায় আসছিলেন। দরগাতলা এলাকায় পৌঁছালে চার-পাঁচ জন ছিনতাইকারী তাদের মারধর করে টাকা পয়সা কেড়ে নেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে তাদের ফেলে দেয়।

তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে মুনির হোসেন মারা যান।

মোস্তাফিজুর বর্তমানে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :